close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ডাকসু নির্বাচন: আজ বারোটায় দলীয় প্যানেল ঘোষণা করবে ছাত্রদল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Ahead of the upcoming DUCSU and hall elections, JCD is set to announce its full panel today at noon at Aparajeyo Bangla. Speculation intensifies over the VP candidate.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে আজ দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে। ভিপি পদ নিয়ে চলছে জোর জল্পনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সবচেয়ে আলোচিত প্যানেল হিসেবে ছাত্রদলের নাম উঠে এসেছে। আজ বুধবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি তাদের দলীয় প্যানেল ঘোষণা করবে বলে নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাত ৪টা ৩৯ মিনিটে সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল আজ তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ বুধবার। যাচাই-বাছাই শেষে প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা। এরপর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন।

গতকাল ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। দিনজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রদলের নেতা-কর্মীদেরকে পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গেছে। তবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার আগেই ভিপি প্রার্থী নিয়ে দলে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

সূত্র বলছে, ভিপি প্রার্থী হিসেবে এগিয়ে আছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান। পাশাপাশি আলোচনায় আছেন আবিদুল ইসলাম খান এবং বিএম কাউসার। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য প্রার্থী মমিনুল ইসলাম জিসান বলেছেন, “সংগঠন যাকে যোগ্য মনে করবে, তাকেই নির্বাচনের জন্য বেছে নেবে। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী মাঠে নামব।

অন্য সম্ভাব্য ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, সোমবার রাতে এ বিষয়ে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। আজ বিকেলের মধ্যেই প্যানেল প্রকাশ পাবে।

জিএস পদে প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামীম। এজিএস পদে লড়বেন বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। জিএস পদে সম্ভাব্য প্রার্থী তানভীর বারী হামীম বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদী সময়ে যারা আন্দোলনের রাজপথে ছিল, তারাই আমাদের মূল শক্তি। আমরা সেই সাহসী কর্মীদের নিয়েই প্যানেল সাজাবো। আমাদের স্লোগান হবে— Together we will make our DU proud again।

শুধু ছাত্রদলই নয়, আজ ঘোষণা আসতে পারে আরও কয়েকটি প্যানেল। এর মধ্যে রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, উমামা ফাতেমার নেতৃত্বে সাংবাদিক জোট, এবং স্বতন্ত্র উদ্যোগে গঠিত “ডিইউ ফার্স্ট” প্যানেল।

অন্যদিকে, সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। একইভাবে বামপন্থী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রতিরোধ পর্ষদ’ তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে বামপন্থী শিবিরে বিভাজন তৈরি হয়েছে। আরেকটি অংশ আলাদা প্যানেল গঠনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে ভিপি পদে নাঈম হাসান হৃদয়, জিএস পদে মাহবুবুর রহমান এবং এজিএস পদে অনয় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ছাত্র অধিকার পরিষদও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘ডাকসু ফর চেইঞ্জ’ নামে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এদিকে স্বাধীন বাংলাদেশের ছাত্রসদরের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদের নেতৃত্বে “ডিইউ ফার্স্ট” নামে আরেকটি স্বতন্ত্র প্যানেল গঠন হয়েছে। এই প্যানেলে ভিপি পদে লড়বেন খালিদ নিজে। জিএস পদে প্রার্থী হয়েছেন মাহিন সরকার এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেমা শাহরিন এনি।

ডাকসু নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির হাওয়া বইতে শুরু করেছে। প্যানেল ঘোষণা ঘিরে প্রতিটি সংগঠনের ভেতরে তৎপরতা বেড়েছে কয়েকগুণ। আজ দুপুরে ছাত্রদলের ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আরও উত্তেজনা সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবচেয়ে বড় প্রশ্ন— ভিপি পদে কার নাম চূড়ান্ত হয়? ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই বিষয়টিই।

No comments found