close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চুলকাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১

সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান avatar   
সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান
****

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে খুলনা-মোংলা মহাসড়কে যুগিরডাঙ্গা নামক স্থানে  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঘটনাটি ঘটেছে গত (২৪ আগস্ট) রাত ১০ টার সময় সৈয়দপুর উত্তর পাড়া গ্রামের আবুজার ফকির এর পুত্র  ছাব্বির ফকির (২০) নিহত, আহত ১ একই গ্রামের মোকছেদ হোসনের এর পুত্র  আবু বক্কার (১৮),কে মুমূর্ষ অবস্থায় উদ্বার করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত (২৪ আগস্ট) রাত ১০ টার সময় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চুলকাটি যুগিরডাঙ্গা নামক স্থানে বাংলাদেশ কোস্টগার্ড এর গাড়ির চাঁপায় ঘটনাস্থলে ছাব্বির ফকির মারা যান। আহত আবু বক্কার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি