close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চুয়াডাঙ্গা সদর থানাধীন  বহালগাছি ও ভান্ডারদহ  গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ কেজি ৩০০ গ্রাম গাজা, মাদক বিক্রয়ের ৭৬০ টাকা,পাঁচটি মোবাইল ফোন ..

মোঃশাহানজিদ উদ্দিন সোহান avatar   
মোঃশাহানজিদ উদ্দিন সোহান
****


চুয়াডাঙ্গা সদর থানাধীন  বহালগাছি ও ভান্ডারদহ  গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে মোট ২ কেজি ৩০০ গ্রাম গাজা, মাদক বিক্রয়ের ৭৬০ সাতশত ষাট টাকা,পাঁচটি মোবাইল ফোন উদ্ধার হয়।উক্ত বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প এর ইনচার্জ আজগর ফরাজী বাদী হয়ে মামলা নং ০৩(০৬)২৫ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরনীর ১৯(ক) রুজু করেন। উক্ত অভিযানে মোট পাঁচ  জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা সদর থানাধীন বহালগাছি গ্রামের বাসিন্দা রহম আলীর ছেলে আমির এবং আমির এর স্ত্রী মোছাঃ লাকি খাতুন,চুয়াডাঙ্গা সদর থানাধীন নতুন ভান্ডারদহ গ্রামে আয়নাল হকের ছেলে চান মিয়া, আয়নাল হকের স্ত্রী রমিচা আক্তার এবং বুরো পাড়ার শফিকুল ইসলাম।

Keine Kommentare gefunden