চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়ায় বিলের মাঝে টিনসিটের ঘরের তৈরি হচ্ছিল দেশীয় মদ। শনিবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার মো. জাগির আহমেদের পুত্র মো. জামাল (৩৫) ও একই এলাকার মো. জানে আলমের পুত্র মো. পারভেজ (২৮)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানান পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। পুলিশ জানায়, অভিযানে ১১০ লিটার মদ ও ৫০০ লিটার মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে পরিত্যক্ত জমির মাঝখানে একটি টিনসিটের ঘরের মধ্যে তৈরি করছিল দেশীয় মদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ তৈরীর সরঞ্জামসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।'
তিনি আরও বলেন, রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।