close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চট্টগ্রামে প্রতিবন্ধী ছেলেটি পাওয়া গেছে, অভিভাবকের সন্ধান প্রয়োজন ..

de1f1dfc2 avatar   
de1f1dfc2
****

চট্রগ্রামের বন্দর থানার একটি প্রতিবন্ধী ছেলেটি পাওয়া গেছে অভিভাবকের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়ে উক্ত এলাকার কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

আজ ৯ এপ্রিল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলার বন্দর থানার ৩৬ নং ওয়ার্ড নিমতলা বিশ্বরোড এলাকার গার্মেন্টসের পাশে আরিফ স্টোর সামনে তাকে পাওয়া যায়। 

ছেলেটি প্রতিবন্ধী হওয়ায় নাম ঠিকানা বলতে পারছে না, যদি কোন ব্যাক্তি উক্ত প্রতিবন্ধী ছেলেটির অভিভাবকের সন্ধান ও চিনতে পারেন নিম্নে দেওয়া ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল। কোন থানায় ছেলে টির ছবি সহ জিডি হয়ে থাকলে উক্ত নাম্বার বা চট্টগ্রামের বন্দর থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হইলো।সকলের সহযোগিতায় পেলে হয়তো উক্ত প্রতিবন্ধী ছেলেটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন সকলের সহযোগিতা কামনা করেন উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 ছেলেটি বর্তমানে মোঃ আরিফ হোসেনের হেফাজতে আছে। তাহার মোবাইল নাম্বার - 01628264000

ওসি বন্দর থানা চট্টগ্রাম -01320052893

কোন মন্তব্য পাওয়া যায়নি