close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চট্টগ্রামে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত, পরিচিতি সভা অনুষ্ঠিত..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
আসগর সালেহী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৩টায় নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে নির্বাচনী দায়িত্বশীলদের অংশগ্রহণে এক প্রার্থী পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

এদিন চট্টগ্রাম জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার মোট ২৩টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

চট্টগ্রাম জেলার ১৬টি, কক্সবাজার জেলার ৪টি এবং পার্বত্য জেলার ৩টি আসনের মনোনীত প্রার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচিতি দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের বলেন, “গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এ নির্বাচনমুখী প্রস্তুতি। জনগণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করে। আমরা সে লক্ষ্যে প্রস্তুত রয়েছি।”

সভায় নির্বাচনী দিকনির্দেশনা ও সংগঠনগত প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পূর্বঘোষণা অনুযায়ী, এ তালিকাকে প্রাথমিক মনোনয়ন হিসেবে গণ্য করা হবে। পার্লামেন্টারি বোর্ড প্রয়োজনে জাতীয় বৃহত্তর স্বার্থে যেকোনো প্রার্থী পরিবর্তন, বাতিল বা নতুন মনোনয়ন প্রদানের ক্ষমতা সংরক্ষণ করে।

সভায় নির্বাচনী কর্মকৌশল, সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার, ভোটার সংযোগ এবং নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হয়।

পরিচিতি সভা শেষে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার মোট ২৩টি আসনে জামায়াত মনোনীতরা হলেন-

চট্টগ্রাম-১ (মিরসরাই): এডভোকেট সাইফুর রহমান
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): জনাব আলা উদ্দিন সিকদার
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম
চট্টগ্রাম-৬ (রাউজান): জনাব শাহজাহান মঞ্জু
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): অধ্যক্ষ মাওলানা আমীরুজ্জামান
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): ডা. আবু নাসের
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া): ডা. একেএম ফজলুল হক
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী-পাঁচলাইশ): অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): জনাব শফিউল আলম
চট্টগ্রাম-১২ (পটিয়া): ডা. ফরিদুল আলম
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা): অধ্যাপক মাহমুদুল হাসান
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): ডা. শাহাদাত হোসাইন
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া): আলহাজ্ব শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম

কক্সবাজার জেলার ৪টি আসনে প্রার্থী হচ্ছেন:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): জনাব আব্দুল্লাহ আল ফারুক
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): ড. মাওলানা এএইচএম হামিদুর রহমান আযাদ
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও): জনাব শহীদুল্লাহ বাহাদুর
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী

পার্বত্য তিন জেলায় প্রার্থী হচ্ছেন:
পার্বত্য খাগড়াছড়ি (২৯৮ নং আসন): জনাব এয়াকুব আলী চৌধুরী
পার্বত্য রাঙামাটি (২৯৯ নং আসন): অ্যাডভোকেট মোখতার আহমেদ
পার্বত্য বান্দরবান (৩০০ নং আসন): অ্যাডভোকেট আবুল কালাম

Không có bình luận nào được tìm thấy


News Card Generator