চট্টগ্রাম  মিরসরাইয়ে কাটাছরায় দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা-স্বর্নালংকার লু’ট..

সাকিব চৌধুরী চট্টগ্রাম avatar   
সাকিব চৌধুরী চট্টগ্রাম
সাকিব চৌধুরী চট্টগ্রাম

 

চট্টগ্রাম  মিরসরাইয়ে দু’র্ধ’র্ষ চু’রির ঘটনা ঘটেছে। উপজেলার কাটাছরা ইউনিয়নের সারেং স্কুলের দক্ষিণ পাশে সফিউল আলম ভেন্ডারের বাড়ির খাজা মঈন উদ্দিনের ঘরে এই চুরির ঘটনা ঘটে। ঘরের দরজা ভেঙ্গে ঢুকে নগদ ৫০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্নালংকার, সোলারের ব্যাটারি, টেলিভিশন, সেলাই মেশিন, পানির মোটর সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

মঈন উদ্দিনের আত্মীয় সলিম উল্লাহ জানান, আমার খালা শহরে বাসায় থাকেন। শুক্রবার রাতে ঘরের কলাপসিবল গেইট ও দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে ফেলে। এসময় ঘরের আলমিরাতে থাকা আড়াই ভরি স্বর্নালংকার, নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে মঈন উদ্দিনের সাথে তার প্রতিবেশীর বিরোধ চলে আসছে। ধারনা করা হচ্ছে তাদের সহযোগিতায় হয়তো চু’রির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, কাটাছরা ইউনিয়নের চু’রির বিষয়টি আমার জানা নেই। থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Không có bình luận nào được tìm thấy