close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

*চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নুরুল্লাহ নুরীর সঙ্গে বাঁশখালীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ..

মোঃ নেজাম উদ্দীন avatar   
মোঃ নেজাম উদ্দীন
নেজাম উদ্দীন বাঁশখালী উপজেলা প্রতিনিধি

 ২৯ জুন:* চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার *জনাব নুরুল্লাহ নুরী* মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঁশখালীর তিন বি..

*চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নুরুল্লাহ নুরীর সঙ্গে বাঁশখালীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নেজাম উদ্দীন বাঁশখালী উপজেলা প্রতিনিধি

 ২৯ জুন:* চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার *জনাব নুরুল্লাহ নুরী* মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঁশখালীর তিন বিশিষ্ট বিএনপি নেতা।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি *জননেতা মাস্টার মোঃ লোকমান*, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক *জননেতা রেজাউল হক চৌধুরী রেজা*, এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী *অ্যাডভোকেট শওকত ওসমান*।

বাঁশখালীর কৃতি সন্তান প্রশাসক নুরুল্লাহ নুরী চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জেলা পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দও বাঁশখালীর স্থানীয় উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে তাঁরা প্রশাসকের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশসেবায় তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Walang nakitang komento