close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চট্টগ্রাম-৭ আসনে জামায়াতের নতুন প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম..

Nezam Uddin avatar   
Nezam Uddin
> “আমার মতো একজন ছোট মানুষকে এত বড় দায়িত্ব কেন দেওয়া হয়েছে জানি না। আমার ভয় হচ্ছে! মহান আল্লাহ যেন আমার অপারগতার জন্য ক্ষমা করে দেন এবং আমার রাঙ্গুনিয়াকে ইসলামের জন্য কবুল করেন।”..
 
 
 
 
 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় রাঙ্গুনিয়া পৌরসভা সংলগ্ন পৌর অডিটোরিয়ামে তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কমিটির পরিচালক অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পরিবর্তনের ঘোষণা দেন।
এতে পূর্বে ঘোষিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান এর পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় ডা. এ টি এম রেজাউল করিম, যিনি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর।
 
রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার, ডা. এ টি এম রেজাউল করিম, উপজেলা আমির মুহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত হোসেন ও সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন।
 
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া অঞ্চলের পরিচালক ওয়াহিদুল ইসলাম, উপজেলা সভাপতি কুতুব উদ্দীনসহ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা।
 
নবমনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
 
> “আমার মতো একজন ছোট মানুষকে এত বড় দায়িত্ব কেন দেওয়া হয়েছে জানি না। আমার ভয় হচ্ছে! মহান আল্লাহ যেন আমার অপারগতার জন্য ক্ষমা করে দেন এবং আমার রাঙ্গুনিয়াকে ইসলামের জন্য কবুল করেন।”
 
 
 
সমাবেশের শেষ পর্যায়ে সাবেক প্রার্থী অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান বলেন,
 
> “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আমি কেন্দ্রীয় সংগঠনের কাছে ছুটি চেয়েছিলাম, দীর্ঘদিন পর এখন তা মঞ্জুর হয়েছে—আলহামদুলিল্লাহ। এই সিদ্ধান্ত যেন কোনো নেতা-কর্মীর মনে কষ্টের কারণ না হয়। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।”
 
نظری یافت نشد


News Card Generator