close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চরফ্যাশনের চরাঞ্চলে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত তছলিম আখন, চরফ্যাশন-ভোলা  প্রতিনিধি:..

Tasliem Akhon avatar   
Tasliem Akhon
চরফ্যাশনের চরাঞ্চলে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

তছলিম আখন, চরফ্যাশন-ভোলা  প্রতিনিধি:..


চরফ্যাশনের চরাঞ্চলে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

তছলিম আখন, চরফ্যাশন-ভোলা  প্রতিনিধি:
স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন বাস্তবায়িত "চর রেসপন্স" জরুরি মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ জুলাই ২০২৫, সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এইচ এম ছালাউদ্দিন সুমন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নাছিউর রহমান শিপু, বিভিন্ন কলেজের প্রভাষক, সাংবাদিক, রেড ক্রিসেন্ট প্রতিনিধি ও উপকারভোগীরা।

সমাপনী সভায় স্বাগত বক্তব্য রাখেন রাশিদা বেগম। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন সমন্বয়কারী মো. ইউনুছ।
তিনি জানান, স্টার্ট ফান্ড বাংলাদেশ সাধারণত দুর্যোগকালীন সময়ে দেশে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থাগুলোর সাথে যৌথভাবে কাজ করে।
এই প্রকল্পের আওতায় চর কুকরীমুকরী, জাহানপুর, মুজিবনগর ইউনিয়ন এবং মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও চর কলাতলী ইউনিয়নে রাস্তা ও সেতু নির্মাণ করা হয়, যা উপকারভোগীদের মধ্যে সন্তোষ সৃষ্টি করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে কে এম মাহতাবুল বারী ও এইচ এম ছালাউদ্দিন সুমন কোস্ট ফাউন্ডেশনকে স্বল্প ব্যয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সাধুবাদ জানান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “প্রকল্প শুরু করার পূর্বে স্থানীয়দের মতামত গ্রহণ করে কাজ করায় এর সুফল পাওয়া গেছে। কোস্ট ফাউন্ডেশন চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আন্তরিকভাবে কাজ করছে, যা জীবনমান উন্নয়নে সহায়ক হয়েছে।”
তিনি আরও বলেন, “দুর্যোগকালীন সময়ে সচেতনতা বৃদ্ধির জন্য কোস্ট ফাউন্ডেশনকে আরও কার্যক্রম গ্রহণের সুপারিশ করছি। উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি