close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চৌমুহনী সড়কে মরণফাঁদ, কাদামাটি জমে আছে

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌমুহনী সড়কে অবৈধভাবে চলাচলকারী মাটিবাহী ডাম্পার থেকে পড়া মাটির ফলে দুর্ঘটনাপ্রবণ অবস্থা গড়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী সড়ক যেনো মরণফাঁদে পরিণত হয়েছে। অবৈধভাবে চলাচলকারী মাটিবাহী ডাম্পার থেকে পড়া মাটি সামান্য বৃষ্টিতে পরিণত হচ্ছে কাঁদায়। ফলে সড়কটি হয়ে উঠেছে অত্যন্ত পিচ্ছিল ও দুর্ঘটনাপ্রবণ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনই কোনো না কোনো যানবাহন কাঁদায় আটকে পড়ছে বা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই পরিস্থিতি যেন নিয়মিত এক ভোগান্তির নাম। এ বিষয়ে মাটি বহনকারী ডাম্পার চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী।

বুধবার (২৮ মে '২৫) সরেজমিন পরিদর্শনে দেখা যায়, চৌমুহনী সড়কের বিভিন্ন স্থানে কাদামাটি জমে আছে। সামান্য বৃষ্টি হলেই এই কাদা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। স্কুল- কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ মানুষরাও পড়ছেন বিপাকে। স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যেন এই জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায়।

Nema komentara