ঘুমন্ত অবস্থায় চাপাতি দিয়ে পিতা শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া ছেলে রমিম ইসলামকে সাড়ে চার মাস পর আটক করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা। গত শুক্রবার নারায়গঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা ঠাকুরবাড়ি টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।একইসাথে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত চাপাতি। ঘটনাটি ঘটেছিল গত ৭ মার্চ সেহেরীর সময় যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে।পিবিআই জানিয়েছেন, রমিম মূলত মাদকাসক্ত। কোন কাজকর্ম করতেন না। মাঝেমধ্যে তার পিতার কাছ থেকে টাকা নিয়ে নেশা করতেন। তিনি আগে একটি বিয়ে করেন। সেই স্ত্রী তালাক দেওয়ার পর তার সৎ মায়ের বোনের মেয়েকে (খালাতো বোন) বিয়ে করেন।কাজকর্ম না করা এবং নেশা করে বেড়ানোর কারণে তার পিতা বকাবকি করতেন। গত ৭ মার্চ রোজার সময় সেহেরী খেতে ওঠেন তার সৎ মা। শরিফুল ঘরে ঘুমিয়ে ছিলেন। রমিম ঘুম থেকে উঠে একটি চাপাতি নিয়ে তার পিতার ঘরে যেয়ে ঘুমন্ত পিতাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
এই ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়। পিবিআই তথ্য প্রযুক্তি ব্যবহার করে রুপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি পাতিবিলার মাঠ থেকে উদ্ধার করা হয়।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			