close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চৌদ্দগ্রামে নারীদের সচেতনতামূলক সমাবেশ: সহিংসতা প্রতিরোধে উদ্যোগ..

Saif Uddin avatar   
Saif Uddin
কুমিল্লার চৌদ্দগ্রামে নারী সমাবেশে সহিংসতা প্রতিরোধে নারীদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।..

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:  কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে নারীদের সচেতন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশের মূল লক্ষ্য ছিল উন্নত তারুণ্য, বৈষম্যহীন রাষ্ট্র গঠন, দুর্নীতি, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের ভূমিকা নিশ্চিত করা। 

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এটি আয়োজিত হয়েছিল চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কুমিল্লা জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহনাজ আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন। 

সমাবেশে বক্তারা সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও সমাজের অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে পারেন। আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে সমাজের উন্নয়নে নারীদের অবদান অস্বীকার করা যায় না। তাঁরা আরও বলেন, নারীদের অপরাধ প্রতিরোধে এবং আদর্শ রাষ্ট্র গঠনে করণীয় সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। 

এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্টজন, সামাজিক স্টেকহোল্ডারগণ, নারী সংগঠনের নেত্রীবৃন্দ, নারী উদ্যোক্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সমাবেশটি নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং সমাজের বিভিন্ন স্তরে নারীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Ingen kommentarer fundet