close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চোর চক্রের গ্রামে রাতে চেতনা নাশক স্প্রে করে স্বার্ণালাঙ্কর লুট..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
চোর চক্রের গ্রামে রাতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে আরিজুল শেখের বাড়ি ও দোকান থেকে নগদ টাকা স্বার্ণালাঙ্কর লুট করেছে। গ্রামের মৃত্য ইসলাম শেখের ছেলে এই লুটের শিকার হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা সদরের আগলঝাড়া গ্রামে রাতের আঁধারে চেতনা নাশক ঔষধ স্প্রে করে আরিজুল শেখের বাড়ি ও দোকান থেকে নগদ টাকা স্বার্ণালাঙ্কর লুট করে নিয়েছে চোর চক্র। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭৩ হাজার টাকা। সে ওই গ্রামের মৃত্য ইসলাম শেখের ছেলে। সোমবার (২৮ এপ্রিল '২৫) রাতে এঘটনা ঘটে বলে জানা গেছে।


আরিজুল ইসলাম বলেন, গভীর রাতে পরিবারের অন্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি তেঁতুলিয়া বাজার থেকে রাত ২ টার সময় ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আমার শ^াশুড়ী আমাদের সবাই অচেতন অবস্থায় দেখতে পায়। তার ডাক চিৎকারে প্রতিবেশী এগিয়ে এসে আমাদের চিকিৎসার ব্যবস্থা করে।


তিনি বলেন, চোর চক্র আমার ঘর ও দোকান থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকারও বেশী নগদ টাকা, ২ সোনার চুড়ি, ১টি আংটি চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকার উপরে। আমি গরিব মানুষ। আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এখন কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।


এলাকাবাসি বলেন, আমাদের মনে হয় রাতে খাবারের সাতে অথবা ঘুমানোর সময় চেতনা নাশক স্প্রে করেছে। অজ্ঞান হয়ে গেলে তারা চুরি করে পালিয়ে যায়।


এরআগে তালা সদরের মাঝিয়াড়া গ্রামের মজ্ঞু ডাক্তারের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা হানা দিয়ে ১৬ ভরি স্বর্ণালাঙ্কর সহ নগদ টাকা নিয়ে পালিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, প্রায় প্রতিরাতে উপজেলার কোনো না কোনো জায়গায় অজ্ঞান পার্টি হানা দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় এ ধরণের অঘটন ঘটে চলেছে। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তালার আইন শৃঙ্খলার চরম অবন্নতি ঘটার আশঙ্কা রয়েছে।


তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মঙ্গলবার (২৯ এপ্রিল '২৫) সকালে জানান, এ ঘটনায় কোনো পক্ষই আমার কাছে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aucun commentaire trouvé


News Card Generator