আজ ২৯আগস্ট, বৃহস্পতিবার। বাংলাদেশের পর্যটন কেন্দ্রের অন্যতম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পাহাড় পরিদর্শনে এলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
এই মহাতীর্থের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে তারা বললেন,কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেবেন না তারা। এ জন্য যা যা করার সব পদক্ষেপ নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এবং সীতাকুণ্ড স্রাইন কমিটির নেতৃবৃন্দ।