close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চলাচলের একমাত্র রাস্তা ভাঙ্গা থাকায় চরম ভোগান্তি তে এলাকার জনগণ..

Sahabul Korim avatar   
Sahabul Korim
****

সাহাবুল করিম"বিশ্বম্ভরপুর প্রতিনিধি":-সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতগাঁও এলাকার চলাচলের  একমাত্র রাস্তা ভাঙ্গা থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন এলাকার জনগণ।

রাজেন্দ্রপুর হতে লখা চৌরাস্তা নামক রাস্তাটির প্রস্থ পৃরায় ২ কিলোমিটার।পুরো রাস্তাটি ভাঙ্গা থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এলাকার জনগন।রাস্তাটি বিএনপি সরকারের শাসনামলে নির্মিত হওয়ায় নুন্যতম সংস্কার ও হয়নি বলে দাবি এলাকার জনগণের।

 ৫ নং ফতেপুর ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ৩ টি ওয়ার্ডের জনগণই রয়েছে সাতগাঁও এলাকায়।৩ টি ওয়ার্ডের মোট ৮টি গ্রামের প্রায় ৩০ হাজার জনগণের চলাচলের একমাত্র রাস্তা এটি।এই রাস্তা ব্যবহার করে সবধরনের যোগাযোগ সম্পাদন করে থাকেন এলাকার লোকজন।কিন্তু বর্তমানে কোনো ধরনের যানবাহন ব্যবহার করে এই সড়কে চলাচল সম্ভব হচ্ছে না।মুমূর্ষু কোনো রোগী থাকলে বর্ষাকালে নৌকা আর হেমন্তকালে পাল্কি করে নিতে হয়।বর্তমানে যানবাহন ব্যবহার করে চলাচল অনুপযুক্ত এলাকার এই প্রধান সড়ক টি।

এলাকার লোকজন জানান বিএনপি সরকারের আমলে হওয়া এই রাস্তাটি তে বিগত হাসিনা সরকার নুন্যতম সংস্কারও করেনি। তাই বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা রেখে স্থানীয় সরকার,উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলীদের দৃষ্টি আকর্ষণ করতঃ এলাকার প্রধান সড়কটি সংস্কারের জোর দাবি জানান এলাকাবাসী।

לא נמצאו הערות