close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার দিনাজপুর রংপুর মহাসড়কে বালুবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।..

বুধবার (৯ এপ্রিল) সকালে দশমাইল হাইওয়ে মহাসড়কের মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন, দিনাজপুর চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউপির সাতনালা গ্রামের মোঃ নজরুল হক এর ছেলে রেফায়েত হক বাঁধন (৩৫)। আহত ব্যক্তি হলেন মৃত্যু ব্যক্তির ছোট ভাই প্লাবন(৩২)।

স্থানীয়রা জানায়, তারা দুই ভাই সৈয়দপুর এর দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালানোর কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং মোটরসাইকেল চালক পিছনের চাকার নিচে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আরোহী আহত হন। এ সময় ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যায়।

দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বালুবাহি ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। ড্রাইভ পালিয়ে গেছে । মামলা প্রক্রিয়াধীন।

Không có bình luận nào được tìm thấy