close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে নদীতে নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুর চিরিরবন্দরে ইছামতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার অন্তত ৬ ঘন্টা পর আজমাইন হোসেন নামে এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ডুবুরিদল।..

 এ ঘটনাটি ৯ আগস্ট শনিবার দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের ডাঙ্গাপাড়ার ভাটির সাঁকোরপাড় নামক স্থানে ইছামতি নদীতে ঘটেছে। শিশু আজমাইন হোসেন (৭) উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের ডাঙ্গাপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, শিশু আজমাইন হোসেন দুপুর ১টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে ভাটির সাঁকোরপাড় নামক স্থানে ইছামতি নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সে সাঁতার না জানার কারণে নদীর পানিতে তলিয়ে যায়। এসময় অন্যান্য শিশুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। এর এক পর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে শিশু আজমাইন নিখোঁজের ঘোষণাটি প্রচার করে। স্থানীয় লোক ঘটনাটি চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে অবহিত করে। শিশুটির সন্ধান না পাওয়া না যাওয়ায় তারা রংপুর ডুবুরিদলকে সংবাদ দেয়। চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিম ও রংপুর ডুবুরিদলসহ স্থানীয় লোকজন নদীতে তল্লাশী চালাতে থাকে। তল্লাশীর এক পর্যায়ে ঘটনাস্থল থেকে অন্তত ৪০০ ফুট দূরে বিকাল আনুমানিক পৌঁণে ৬টায় শিশু আজমাইনের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। 

চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মোঃ জাহাঙ্গীর আলম জানান, নদীতে তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে অন্তত ৪০০ ফুট দূরে বিকাল আনুমানিক পৌঁণে ৫টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে তিনি অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান।

نظری یافت نشد