সোমবার (১৮ আগস্ট ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় শ্রেষ্ঠ মৎস্যচাষী ও মৎস্যজীবিদের ক্রেস্ট প্রদান এবং পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা , মৎস্য কর্মকর্তা সুমন কুন্ড,উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা রায়হান আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী ,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম , উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবি ও মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।