মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ১২টি ইউনিয়নে টেন্ডার নিয়োগের জন্য এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এ সময় আবেদনকারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ৩টি গ্রুপে মধ্যে (ক)গ্রুপে ৭টি বাড়ির জন্য ৯৯ জন টেন্ডার জমা দেন এবং লটারির মাধ্যমে আর কে চিরিরবন্দর ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পান।(খ) গ্রুপে ৬টি বাড়ির জন্য ৯৬জন টেন্ডার জমা দেন এবং লটারির মাধ্যমে এমএর চিরিরবন্দর ঠিকাদারি প্রতিষ্ঠান পান।(গ) গ্রুপে ৬টি বাড়ির জন্য ৯৫জন টেন্ডার জমা দেন এবং লটারির মাধ্যমে আবুল কালাম আজাদ ঠিকাদারি প্রতিষ্ঠান দিনাজপুর পান। প্রতিটি বাড়ির বরাদ্দ ১৮ লক্ষ ৩৩ হাছার ৬১৮ টাকা।
বীরনিবাসের ধরন :-
বীরনিবাস প্রকল্পের বাড়িগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তত্ত্বাবধায়নে বরাদ্দ ও নির্মিত হবে। বর্তমানে প্রতিটি বাড়ি নির্মাণে বরাদ্দ ১৮ লাখ ৩৩ হাজার ৬১৮ টাকা। এই বাড়ি মুক্তিযোদ্ধাদের জমিতেই নির্মাণ করা হয়। আর যাদের জমি নেই, তাদের ক্ষেত্রে উপজেলা প্রশাসন থেকে খাসজমিতে বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হয়ে থাকে। ৪ ডেসিমাল জমিতে ৭৩২ বর্গফুট আয়তনের একতলা বাড়িতে দুটি বেডরুম, একটি ড্রইং ও একটি ডাইনিং, দুটি বাথরুম এবং একটি বারান্দা রয়েছে। এ ছাড়া একটি উঠান, একটি নলকূপ, গবাদি পশু, হাঁস-মুরগি পালনের জন্য পৃথক শেড রয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভপতিত্বে এই লটারি অনুষ্ঠিত হয়। এসময় টেন্ডার আবেদন কারিগনসহ সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম বলেন, লটারির মাধ্যমে টেন্ডার নিয়োগ দেয়া হয়েছে। কোন শর্ত ভঙ্গ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানটির উপরে সরকারি বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।