close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে জামায়াত নেতার বিএনপিতে যোগদান।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে জামায়াতের জনপ্রিয় নেতা পল্লী চিকিৎসক মোঃ আইনুদ্দিন সরকার বিএনপিতে যোগদান করেছেন। ..
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির একটি সভায় তিনি কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার হাতে ধানের শীষ ও ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। 
 
তিনি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ২নং আন্ধারমূহা ওয়ার্ডের জামায়াতের দীর্ঘদিন সভাপতি ছিলেন। এছাড়াও আব্দুলপুর ইউনিয়ন পেশাজীবি ফোরামের যুগ্ন সম্পাদক, উপজেলা পেশাজীবি পল্লী চিকিৎসক পরিষদের থানা সভাপতির দায়িত্বে ছিলেন। ২০০১ সালে জামায়াত ইসলামিক এইড প্রতিষ্ঠা করলে, তাকে থানা সভাপতির দায়িত্ব দেয়া হয়। তখন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্বে থেকে স্ব ইচ্ছায় উক্ত পদগুলি থেকে অব্যাহতি নিলে কর্মী হিসেবে কাজ করতেন। 
 
চিরিরবন্দর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
বিএনপিতে যোগদানকারী সাবেক জামায়াত নেতা মোঃ আইনুদ্দিন সরকার জানান, তিনি স্বইচ্ছায় জামায়াতের সভাপতিসহ অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। 
No se encontraron comentarios


News Card Generator