close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চবি রব হলে ভিপি, জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

Nezam Uddin avatar   
Nezam Uddin
রব হলে অনুষ্ঠিত এই ভোটে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।..

চাকসু নির্বাচন : রব হলে রনির প্যানেলের জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে রব হল (কেন্দ্রীয়) কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি, জিএস ও— দুইটি পদেই এগিয়ে রয়েছে ইব্রাহিম রনির নেতৃত্বাধীন প্যানেল।

ঘোষিত ফলাফল অনুযায়ী—

ভিপি পদে:
ইব্রাহিম রনি পেয়েছেন ৬৪৯ ভোট,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২৮২ ভোট।

জিএস পদে:
মো. সাঈদ পেয়েছেন ৬৩৬ ভোট,
শাফায়েত পেয়েছেন ১৫৭ ভোট।

এজিএস পদে:
তৌফিক পেয়েছেন ৫৪০ ভোট,
মুন্না পেয়েছেন ৩৬৩ ভোট।

রব হলে অনুষ্ঠিত এই ভোটে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

نظری یافت نشد


News Card Generator