close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চার শিক্ষার্থী কারাগারে সচিবালয়ে সহিংসতায়: ১২০০ জনের বিরুদ্ধে মামলা..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বাংলাদেশ সচিবালয়ে ঢুকে ভাঙচুর করে ক্ষতি সাধন ও স্বেচ্ছায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ..

ঢাকা: রাজধানীর সচিবালয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় গ্রেপ্তার চার শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—আশিকুর রহমান তানভীর (১৯), জেফরী অভিষেক সিকদার (২১), আবু সুফিয়ান (২১) ও মো. শাকিল মিয়া (১৯)। এর আগে রাতে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সালাউদ্দিন খান ও তাহমিনা আক্তার লিজা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাদের জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এক হাজার থেকে এক হাজার ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও দুষ্কৃতকারীরা মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে "মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়" কর্মসূচি পালন করে।

প্রথমে তারা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের দিকে মিছিল নিয়ে গেলেও পরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের মূল ফটকে হামলা চালায়। দাঙ্গা সৃষ্টির সময় লাঠিসোটা ও ইটপাটকেল ছুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহত করে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করে।

ওই ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা বিভাগের উপ-পরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা প্রায় ১২০০ জনকে আসামি করা হয়েছে।

Nenhum comentário encontrado