চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৭টি মহিষ আটক

Md Anik Dewan avatar   
Md Anik Dewan
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি মহিষ জব্দ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি সদস্যরা..

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি মহিষ জব্দ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি সদস্যরা। মহিষগুলো ভারত থেকে চোরাইপথে আনা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। শুক্রবার ভোর সোয়া ৬টায় মহিষগুলো জব্দ করা হয়।

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর সোয়া ৬টায় চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল শাহজানপুর ইউনিয়নের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে ৩টিসহ মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে।

Комментариев нет


News Card Generator