close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চাঁদপুরে সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত..

Md Ashik avatar   
Md Ashik
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সূর্য তরুণ ক্লাব দ্বারা আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।..

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব ও সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 'হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান' স্লোগানে আয়োজিত এই ক্যাম্পেইনটি গত শনিবার, ২ আগস্ট, মফিজুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এই আয়োজনের মাধ্যমে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা জানিয়েছেন, সংগঠনটি সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। তাদের মূল উদ্দেশ্য মানবসেবা। তরুণ প্রজন্মের এই উদ্যোগ দেখে এলাকাবাসী অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। 

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, 'এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের ছাত্রছাত্রীদের ব্লাডগ্রুপ জানা ছিল না, আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা নিজেদের সম্পর্কে সচেতন হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। সূর্য তরুণ সংগঠন ও ব্লাড ডোনার ক্লাবকে ধন্যবাদ জানাই এই সামাজিক দায়িত্ব পালন করার জন্য।'

ক্যাম্পেইনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। বেশিরভাগ প্রত্যন্ত এলাকার মানুষেরা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত নয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমাদের এই কার্যক্রম গত এক বছর যাবত মতলবের বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে। 

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. ইমন, সাধারণ সম্পাদক এস.এ সাহাদাত, সহ-সভাপতি মো. রিফাত সরকার, সহ-পরিচালক পিয়াস, মোঃ রাসেদ, মো. রোমান সরকার, মোঃ অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগগুলো সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মের এই উদ্যোগগুলি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Không có bình luận nào được tìm thấy