চাঁদপুর টাইমসে যোগ দিলেন সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী

মোঃশরিফ হোসেন avatar   
মোঃশরিফ হোসেন
****

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস–এর পরিবারে যুক্ত হয়েছেন চাঁদপুরের অভিজ্ঞ সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী। গত ৩১ অক্টোবর পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে তার নিয়োগ অনুমোদন করা হয়।

সাংবাদিক অপু চৌধুরী বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো ও ডেইলি স্টেট–এর চাঁদপুর জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক চাঁদপুর খবর–এর চীফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর–এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন।

২০০৭ সালে তিনি দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেই থেকে একনিষ্ঠভাবে সংবাদপেশায় যুক্ত রয়েছেন তিনি।

নতুন কর্মস্থলে যোগদানের অনুভূতি জানাতে গিয়ে অপু চৌধুরী বলেন,আমি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করি। পেশার এই নতুন পর্বে আমি পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন,দীর্ঘ সাংবাদিকতা জীবনে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাঁদপুর টাইমসের পাঠকদের জন্য আরও মানসম্মত সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকব।

নিয়োগের পর তিনি সকলের দোয়া, সহযোগিতা ও শুভকামনা কামনা করেছেন।

 

نظری یافت نشد


News Card Generator