close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চাঁদাবাজি ও সাইবার অপরাধে অভিযুক্তদের শাস্তির দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন..

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোনার কেন্দুয়া থানায় সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলার আসামী উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মঞ্জুরা আক্তার ও তার দুই সহযোগী মহিউদ্দিন সরকার এবং তানজিলা শাহ রুবিকে গ্রেফতারে..

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গড়াডোবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্থানীয় সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান, পলাশ খান, এমদাদুল হক, দিলুয়ারা আক্তার প্রমুখ।

 

বক্তারা বলেন, দুর্নীতিগ্রস্ত মহিলা মেম্বার মঞ্জুরা আক্তার তার দুই সহযোগী কথিত সাংবাদিক মহিউদ্দিন ও রুবিকে প্রায় সময়ই এলাকায় নিয়ে এসে পরিষদের কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষের কাছে চাঁদাদাবিসহ নানাভাবে হয়রানি করে আসছিলেন। বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তারা ক্ষিপ্ত হয়ে ইউএনও ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুক ও অনলাইন মাধ্যমে অপপ্রচার শুরু করেন। পরে এসব ঘটনায় গত ১৬ জুলাই মঞ্জুরা আক্তারসহ তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন ইউনিয়নটির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

 

Không có bình luận nào được tìm thấy