close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চাঁদাবাজদের ঠাঁই বিএনপি'তে হবে না : ফজলে হুদা বাবুল

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
বদলগাছী উপজেলা বিএনপির যেকোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি, দখলবাজি, দরবার, সালিশ বা তদবিরের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে বিএনপিতে থাকতে দেওয়া হবে না। সংগঠনের কর্মসূচিতে যদি কোনো ..

চাঁদাবাজের কোন স্থান বদলগাছী উপজেলা বিএনপিতে হবে না— এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। কোলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "উপজেলা বিএনপির যেকোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি, দখলবাজি, দরবার, সালিশ বা তদবিরের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে বিএনপিতে থাকতে দেওয়া হবে না। সংগঠনের কর্মসূচিতে যদি কোনো কমিটির সদস্য উপস্থিত না থাকে, তাহলে সেই কমিটি সঙ্গে সঙ্গে বিলুপ্ত করা হবে।"

শনিবার (২২ মার্চ) বাদ আসর কোলা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপদেষ্টা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজা, কোলা ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আলী হাসু প্রমুখ।

আলোচনা সভা শেষে ফজলে হুদা বাবুল দলের শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ সকল শাহাদাত বরণকারী নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator