close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চাঁদা না পেয়ে ভাবিকে ধর্ষণচেষ্টা  ও কুপিয়ে হত্যাচেষ্টা গুরতর জখম তিনজন ।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ২০: ৪৮ পিএম, ২৯ জুন ২০২৫

বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের কেওয়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মাতুব্বর এর স্ত্রী সূর্যভানু বেগম জানান, গত ১৯ শে এপ্রিল ২০২৫ ইং তারিখে আমি সৌদি আরব থেকে বাড়িতে আসার পর আমার দেবর লোকমান মাতবর আমার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে তা না হলে  আমি, আমার স্বামী, ও তিন মেয়েকে নিয়ে চলে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তা না হলে আমি সহ আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। এরই জের ধরে গত ২৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল পাঁচটার সময় লোকমান, রিমন,  লাইজু, রানীসহ ৮-১০ জন লোক দেশীয়  অস্ত্র দা, বগি, ছেনা, লোহার রড নিয়ে আমার ঘরে প্রবেশ করে আমাদের উপর হামলা চালায় আমার গলার চেইন নিতে চাইলে আমি বাঁধা দিলে লোকমান ও রিমন আমার কাপড় টেনে খুলে ফেলে পরে  বগি দিয়ে কোপ মারে আমার দুই মেয়ের চেইন,  স্বর্নের জিনিস সহ শোকেসে থাকা তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আমাদের  আত্মীয় স্বজন এসে আমাদের পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আমরা সরকারের কাছে বিচার ও নিরাপত্তা চাই। আহত জাহাঙ্গীর মাতুব্বর জানান, দীর্ঘদিন যাবত বাড়ি থাকতে হলে আমার স্ত্রী সূর্যভানু ও আমার কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়ে আসছে লোকমান, রিমন গত শুক্রবার সকালে আমাদের ঘরের সামনে এসে আমার নাম ধরে ডাকলে আমি দরজা খুলা মাত্রই আমাকে পেটানো শুরু করলে আমি সেন্স হারিয়ে ফেলি পরে চোখ মেলে দেখি পটুয়াখালী হাসপাতালের বেডে আমি। আমার ঘরে স্বর্ন,  টাকা পয়সা যা ছিলো সব নিয়ে গেছে। আমি তাদের বিচার ও আমার টাকা, স্ত্রী,  মেয়ের স্বর্ন ফেরত চাই। আহত শারমিন ( সূর্যভানুর মেয়ে)  জানান, আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা কে শ্লীলতাহানির চেষ্টা করতেছে লোকমান,  রিমন ও বাবাকে ও পিটাইতেছে আমি মা বাবা রক্ষা করতে গেলে আমাকে ও পেটানো শুরু করে তারা।  আমার গলার চেইন নিয়ে যায় তারা। আমি এদের কঠিন বিচার চাই। অভযুক্ত লোকমান মাতবর তার মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তারা। 

نظری یافت نشد