বুড়িগোয়ালিনীতে সমাজসেবা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির গণশুনানি অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বুড়িগোয়ালিনীতে সমাজসেবা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির গণশুনানি অনুষ্ঠিত, জীবনযাপনের মান উন্নীত করার লক্ষ্যে উক্ত কর্মসূচি প্রতিষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬ নং আড়পাঙ্গাশিয়া স্কুলের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে বুধবার (২৮ মে '২৫) সকালে গণশুনানির আয়োজন করা হয়।

এই গণশুনানি সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার এস.এম. দেলোয়ার হোসেন। 

আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার এসআই জনাব কামরুল ইসলাম, আড়পাঙ্গাশিয়া পি এন স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদার, শ্যামনগর উপজেলা সমাজসেবার ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মণ্ডল, বুড়িগোয়ালিনী  ইউনিয়ন পরিষদের  ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড এর ইউপি মাহতাব উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাব এর সভাপতি মোঃ বেল্লাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাব এর সভাপতি জনাব এম এ হালিম, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া ও CREA প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত গনশুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয়।  

আজকের এই গণশুনানিতে উপজেলা সমাজসেবা অফিসার সমাজসেবা দপ্তরের যত সেবা আছে সব সেবার কার্যক্রম বিস্তারিত আলোচনা করেন।

তিনি আরও বলেন সরকার তার প্রতিটা সেবার কার্যক্রম বর্তমানে ইউনিয়ন পরিষদে সবার সামনে আলোচনার মাধ্যমে সিধান্ত নিবেন।  এছাড়াও উক্ত গণশুনানিতে আগত সব উপকার ভোগীদের প্রশ্নের উত্তর প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator