close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি..

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

 

 

বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা রুকনউদ্দৌলার মৃত্যুতে তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।

আজ দুপুরে বর্ষীয়ান এ সাংবাদিকের মরদেহ যশোর প্রেসক্লাবে আনা হলে সেখানে সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। 

যশোরের কৃতি সন্তান প্রবীণ সাংবাদিক রুকনউদ্দৌলার রয়েছে বর্ণাঢ্য সাংবাদিকতার জীবন। তিনি একাধারের জাতীয় ও আঞ্চলিক অনেক পত্রিকায় সুনামের সাথে কাজে সর্বমহলে সুনাম অর্জন করেছেন  

তাঁর মৃত্যুতে প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর এবং আঞ্চলিক তথ্য অফিস খুলনাসহ পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, খ্যাতিমান এ সাংবাদিক দীর্ঘদিন ধরে নানাবিধ রোগে ভুগছিলেন। সবশেষ গতকাল রাতে তিনি যশোর ২৫০ শয্যার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

没有找到评论