close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বৃষ্টিতে নদীতে পরিণত হয় গাজীপুর বাইপাস সড়ক, চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন।..

mdzasimuddin avatar   
mdzasimuddin
নিজস্ব প্রতিবেদক, আই নিউজ বিডি | গাজীপুর | প্রকাশ: ১৩ জুলাই ২০২৫

বৃষ্টিতে নদীতে পরিণত হয় গাজীপুর বাইপাস সড়ক, চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন

 

📍 নিজস্ব প্রতিবেদক, আই নিউজ বিডি | গাজীপুর | প্রকাশ: ১৩ জুলাই ২০২৫

 

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন ঢাকা-গাজীপুর বাইপাস মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ বৃষ্টি হলেই পরিণত হয় জলাবদ্ধ 'নদীতে'। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পাশ দিয়ে বয়ে যাওয়া এই সড়কটি জয়দেবপুর অভিমুখে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন ব্যবহার করে। কিন্তু সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাজুড়ে পানি জমে থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে।

 

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, ব্যবসায়ী, ও সাধারণ জনগণের প্রতিদিন যাতায়াত করতে হয়। কিন্তু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। এতে রিকশা, অটোরিকশা তো দূরের কথা, মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় পথচারীদের পানি ভেঙে হেঁটে চলতে হয়, তাতে নোংরা পানিতে ডুবে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

 

স্থানীয় দোকানদার  বলেন, “বৃষ্টি হলেই  পানি উঠার কারণে প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটে যাওয়া আসা খুবই কষ্টকর। ক্রেতা আসে না। আমরা ব্যবসা করতে পারি না।”

 

একই কথা বলেন পথচারী মহিলা। তিনি বলেন, “বাচ্চাকে স্কুলে দিতে পারি না। ভ্যানও চলে না। স্কুলওগামী বাচ্চাদের অনেক সময় পানিতে পড়ে যেতে দেখি।”

 

এদিকে যানবাহনচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়কে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

 

বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে।

 

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিষয়টি আমাদের নজরে আছে। বাজেট ও বরাদ্দ সাপেক্ষে আমরা ব্যবস্থা নিচ্ছি।”

 

তবে এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এই সড়কে ড্রেন নির্মাণ এবং রাস্তার উচ্চতা বাড়ানোর কাজ করা না হলে জন

দুর্ভোগ আরও বাড়বে।

Nema komentara