close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বৃষ্টির মাঝেও সড়কে ইউএনও: ভালুকায় মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জনগণের দুর্ভোগের সময় অফিসে বসে থাকা যায় না। এই ভালুকার মানুষ আমার নিজের মানুষ। তাই বৃষ্টি আর রোদ যাই হোক-দায়িত্ব পালনে আমি সবসময় প্রস্তুত।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বৃষ্টির তোয়াক্কা না করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরাসরি সড়কে নেমে এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। গতকাল সকাল থেকে টানা বর্ষণ উপেক্ষা করে তিনি নিজেই যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করেন।

ভালুকা শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। কিন্তু যা নজর কাড়ে সবার, তা হলো-প্রচণ্ড বৃষ্টির মধ্যেও রেইনকোট বা বিশেষ পোশাক ছাড়াই ইউএনও নিজে ছাতা হাতে নেমে পড়েছেন সড়কে, দিচ্ছেন নির্দেশনা, কথা বলছেন চালকদের সঙ্গে, শুনছেন সাধারণ মানুষের কথা। এই মানবিক ও সাহসী ভূমিকায় অভিভূত স্থানীয় বাসিন্দারা।

নিয়ম ভাঙার কারণে অভিযানে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আর্থিক জরিমানাও আরোপ করা হয়েছে। তবে প্রশাসনের এই তৎপরতা শুধু আইন প্রয়োগেই সীমাবদ্ধ ছিল না-বরং জনসচেতনতা বৃদ্ধির দিকেও বিশেষ নজর দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জনগণের দুর্ভোগের সময় অফিসে বসে থাকা যায় না। এই ভালুকার মানুষ আমার নিজের মানুষ। তাই বৃষ্টি আর রোদ যাই হোক-দায়িত্ব পালনে আমি সবসময় প্রস্তুত।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের এমন মানবিক ও সক্রিয় ভূমিকা খুবই অনুপ্রেরণাদায়ক। একজন ইউএনও’র এমন সরাসরি অংশগ্রহণে সাধারণ মানুষ যেমন আস্থা পাচ্ছে, তেমনি সচেতন হচ্ছেন নিয়ম মানার ব্যাপারেও।

প্রতিদিনের নানা ভোগান্তির মাঝেও এমন কিছু উদ্যোগই মানুষকে আশার আলো দেখায়-এই মন্তব্য করেছেন শহরের একাধিক পথচারী ও ব্যবসায়ী।

Nenhum comentário encontrado