close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বৃষ্টি উপেক্ষা করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, সিলেটের এমসি কলেজে প্রাণবন্ত উপস্থিতি।..

ছাইম ইবনে আব্বাস  avatar   
ছাইম ইবনে আব্বাস
টানা বৃষ্টি উপেক্ষা করে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে অনুষ্ঠিত হলো অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।..

*বৃষ্টি উপেক্ষা করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, সিলেটের এমসি কলেজে প্রাণবন্ত উপস্থিতি*

 শনিবার (৩১ মে) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল গোটা এলাকা।

প্রকৃতির প্রতিকূল অবস্থাও থামিয়ে রাখতে পারেনি শিক্ষার্থীদের আগ্রহ ও অধ্যবসায়। বৃষ্টি উপেক্ষা করে হাজারো শিক্ষার্থী নির্ধারিত সময়েই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়। কলেজের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন ভবনের করিডোরে ছাতা হাতে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। অনেক অভিভাবকও সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে হাজির হন, ছাতা ধরে সহযোগিতা করতে দেখা যায় তাদের।

এমসি কলেজ কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছিল। বৃষ্টির কারণে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখা হয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, "বৃষ্টি একটা বাধা, কিন্তু স্বপ্নের জন্য এটা কিছুই না। আমি প্রস্তুত ছিলাম, তাই কষ্ট হলেও এসেছি।"

এমসি কলেজে এই ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হবে বলে প্রত্যাশা করেন কলেজ সংশ্লিষ্টরা।

Ingen kommentarer fundet