বরিশাল নতুল্লাবাদ সংলগ্ন শাখা রোডের রাস্তায় রাস্তায় টাকা দেখা গেছে ঘটনাস্থলে গিয়ে জানা গেল যে কারা যেন রাস্তায় উপরে টাকা কুচি কুচি করে ৫০০, ১০০০,১০০০,১০,২০,টাকার নোট ফেলে গেছে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলে তারা জানায় এ ব্যাপারে তারা কিছুই জানেনা