বরিশালে র‍্যাব-৮ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী নিয়াজ মোর্শেদ গ্রেফতার..

আতিকুর রহমান ইশতি avatar   
আতিকুর রহমান ইশতি
বরিশালে র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানির যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ (২৬) গ্রেফতার হয়েছে..

 

 

 

বরিশাল প্রতিনিধি :::

বরিশালে র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানির যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ (২৬) গ্রেফতার হয়েছে। শনিবার (০৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ইউসুফের দোকান "বেল্লাল টি এন্ড ফ্রেশ জুস"-এর সামনে থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

 

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক নিয়াজ মোর্শেদ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিয়াজ মোর্শেদসহ তার সহযোগীরা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। গত ২০ সেপ্টেম্বর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে ব্যবসায়ী আবুল বাশারের ছেলে আব্দুল্লাহ আল আবিদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৭ সেপ্টেম্বর বিকালে আবুল বাশারের বাসায় গিয়ে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তারা আবিদের কাছ থেকে এক লাখ টাকা আদায় করে। একই সঙ্গে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে বাসা থেকে ৬ আনা ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়।

 

ঘটনার পর ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকেই নিয়াজ আত্মগোপনে ছিল। শনিবার র‍্যাবের হাতে গ্রেফতারের পর তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব জানায়, নিয়াজ মোর্শেদ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

 

 

 

Aucun commentaire trouvé


News Card Generator