close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বরিশালে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত: স্বাস্থ্য বিভাগের রহস্যজনক নীরবতা..

Siam Biswas avatar   
Siam Biswas
****

বরিশালে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত: স্বাস্থ্য বিভাগের রহস্যজনক নীরবতা

সিয়াম বিশ্বাস, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত শনিবার (১৪ জুন) বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় ‘তুষার’ নামের এক ব্যক্তির করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। তবে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর দুই দিন পেরিয়ে গেলেও বিষয়টি গণমাধ্যম ও সাধারণ জনগণের কাছে প্রকাশ না করে চুপচাপ থাকায় সমালোচনার মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, আক্রান্ত ব্যক্তি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তার পূর্ণাঙ্গ নাম-পরিচয় বা সঠিক ঠিকানা এখনও জানাতে পারেননি তিনি। প্রশ্নের মুখে পড়ে শুধু বলেন, “রোগীর বাড়ি বরিশাল জেলার মধ্যেই। আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা এমন কিছু করব না যাতে কারোর ক্ষতি হয়।”

বরিশাল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, “তুষার নামের ওই রোগীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আমরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তিনি কাউকে না জানিয়ে রিপোর্ট নিয়ে সেখান থেকে চলে যান। আমাদের পরীক্ষার প্রক্রিয়ায় কেবল নাম ও বয়স সংগ্রহ করা হয়, পূর্ণাঙ্গ ঠিকানা নেওয়া হয় না। ফলে তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।”

হাসপাতাল সূত্রে জানা যায়, তুষারের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার তেমন কোনো উপসর্গ ছিল না—শুধু হালকা জ্বর ছাড়া। তবে স্বাস্থ্য বিভাগ দাবি করছে, রোগীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তথ্য গোপন করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষজ্ঞরা দ্রুত রোগীর অবস্থান নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন।

 

Nessun commento trovato