close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিন*তাই, এলাকাজুড়ে আতঙ্ক..

Md Rakib avatar   
Md Rakib
মোং রাকিব হাওলাদার
সদোর উপোজেলা প্রতিনিদি বরিশাল

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, এলাকাজুড়ে আতঙ্

বরিশালের ঝালকাঠিতে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রমর এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (১ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আহত ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদার (৬০) বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নজরুল ইসলাম ছোট প্রমর এলাকার মৃত গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার হিসেবে পণ্য বিক্রি করে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছেন তার ছেলে সাব্বির হাওলাদার।

সাব্বির হাওলাদার জানান, আমরা টিসিবির ডিলার হিসেবে পণ্য বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলাম। আমার বাবা সাইকেল চালিয়ে সামনে যাচ্ছিলেন, আমি হেঁটে একটু পেছনে ছিলাম। হঠাৎ করে পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত আমার বাবার ওপর মরিচের গুঁড়ো ছিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তারা বাবার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমাকে আক্রমণের চেষ্টা করলে আমি দৌড়ে পালিয়ে যাই। পরে এলাকাবাসী এসে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান টিটু বলেন, এ ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator