বরিশাল সদর উপজেলার প্রতিনিধি মোং রাকিব হাওলাদারের প্রতিবেদনে জানা গেছে, বর্ষা মৌসুমের আগেই পুনরায় বরিশালে ক্লিনার একটি কর্মসূচি চালিত হচ্ছে। B D ক্লিনারের সদস্যরা দুই নং কাশিপুর ইউনিয়ন লাকোটিয়া সড়কের খাল পরিষ্কারে নেমেছে। সদস্যরা এই ব্যবস্থার মাধ্যমে পরিষ্কারের কাজে যুক্ত হয়ে প্রশাসন ও স্থানীয় লোকের প্রশংসা পেয়েছে।
close