এসময় মশাল মিছিলে "এক দফা,এক দাবি,ভিসি তুই কবে যাবি"," ক্যাম্পাস আমার গোল্লায় যায়,ভিসি গিয়ে ঢাকায় রয়","কথায় কথায় মামলা দেয়,ঢাকায় গিয়ে কামলা দেয়" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিং এক এর নিচ তলা(গ্রাউন্ড ফ্লোর) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩নং গেট দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন,"আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছি,ভিসি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।" আন্দোলনরত আর এক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা মোক্কাবেল হোসেন ভিসি সুচিতা শরমিন কে উদ্দেশ্য করে বলেন," আপনাকে শিক্ষার্থীরা চায় না।আপনার লজ্জা শরম থাকলে আপনি নিজ থেকে চলে যান।" আন্দোলনের অন্য আর এক শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন,"আমরা দীর্ঘ দিন ধরে সুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। উর্ধ্বতন কতৃপক্ষ যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা অনশনের মতো কর্ম সূচি সহ দক্ষিণ বঙ্গ অচল করে দেওয়ার মতো কর্ম সূচি দিতে বাধ্য হবো।" এ বিষয়ে কথা বলার জন্য ভিসি সুচিতা শরমিন কে একাধিকবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয় নি। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়টির ভিসি সুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে ইতোমধ্যে সেমিস্টার ফাইনাল পরিক্ষা ও জরুরি সেবা ব্যাতি বাকি সকল কার্যক্রম শাট ডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet