রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় পাঁচ লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) বিকেলে দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও মনোহরদী থানা পুলিশের একটি টিম।
উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি একটি চক্র নিয়মবহির্ভূতভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে স্তূপ করে রাখছিল। জনস্বার্থে দ্রুত অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ বালু। জব্দ করা বালুতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে এবং তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে ইউএনও মুহাইমিন আল জিহান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন শুধু নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী নয়, বরং তা রাষ্ট্রের রাজস্ব ক্ষতির কারণও। আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবো।”
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, “নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের জন্য এমন অভিযান আরও জোরালো হওয়া প্রয়োজন।”