close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বরগুনায় নারীর সুস্বাস্থ্যে ব্র্যাকের উদ্যোগ: বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা কার্যক্রম।..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
বরগুনা প্রতিনিধিঃ সাউথ ডিভিশনের আওতাধীন বরগুনা অঞ্চলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা কা..

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বরগুনা জেনারেল হাসপাতালে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী নারী রোগীরা অংশগ্রহণ করে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম, সদর হাসপাতালের এমআরও ডা. তাজকিয়া সিদ্দিকা, মারুফ পারভেজ (বিডিসি), মাহমুদুল হাসান (আরএম-দাবি), মেজর (অব.) খন্দকার বদরুল হাসান (রোটারি ক্লাব অব ঢাকা), মো. রুবেল বিশ্বাস (এএম-দাবি) এবং মো. মাসুম হাসান (ডিএম-টিবি) প্রমুখ।

 

আয়োজকরা জানান, অনেকে ভয়ে বলতে চায় না! কিন্তু এই কর্মসূচির মাধ্যমে শতাধিক নারী বিনামূল্যে পরীক্ষা ও প্রাথমিক পরামর্শ গ্রহণ করেছেন। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

বিনামূল্যে পরীক্ষা নিতে আসা এক রোগী বলেন, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনেক সময় অর্থের অভাবে প্রয়োজনীয় পরীক্ষা করানো সম্ভব হয় না। আজ বিনামূল্যে পরীক্ষা করাতে পেরে আমরা খুবই উপকৃত হয়েছি। নিয়মিত এমন কার্যক্রম হলে অনেক নারী আগেভাগেই ঝুঁকি সম্পর্কে জানতে পারবে।

 

আরেক রোগী জানান, এই আয়োজনের কারণে আমরা ক্যান্সার সম্পর্কে সচেতন হতে পারছি এবং নিজের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়ার সুযোগ পাচ্ছি। ব্র্যাকের এই উদ্যোগ আমাদের জন্য বড় সহায়তা।

 

এ বিষয়ে মাহমুদুল হাসান (আরএম-দাবি) বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে আমাদের এই উদ্যোগ। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক সহজ হয়। এবং পরবর্তীতে শনাক্ত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। ভবিষ্যতেও আমরা এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Hiçbir yorum bulunamadı


News Card Generator