close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘পলিটিকাল ইকোনমি অব মাস মিডিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে আজ 'পলিটিকাল ইকোনমি অব মাস মিডিয়া' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফো..


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগে আজ বৃহস্পতিবার (১৫ মে) “পলিটিকাল ইকোনমি অব মাস মিডিয়া” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান।

প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, “পৃথিবী আপনার হাতের মুঠোয় না আপনি পৃথিবীর হাতের মুঠোয়, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই গণমাধ্যম বিশ্লেষণের মূল চাবিকাঠি।‘‘ তিনি আরো বলেন, গণমাধ্যমের চরিত্র বুঝতে হলে তার মালিকানার চরিত্রও বুঝতে হবে। 

কীভাবে কিছু বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গণমাধ্যমের মালিকানায় আসে এবং তারা কীভাবে গণমাধ্যমের বার্তা ও আধেয় নিয়ন্ত্রণ করে সেবিষয়ে ড. সৈয়দ মিজানুর রহমান আলোকপাত করেন।  

প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান তাঁর বক্তব্যে সমসাময়িক গণমাধ্যমের মালিকানা কাঠামো, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, এবং রাজনীতির প্রভাব নিয়েও আালোচনা করেন। 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিতিতে আয়োজিত সেমিনারে মূল বক্তার আলোচনার শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব । অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মূল বক্তা প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় জার্নালিজম ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব শাতিল সিরাজ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল। তিনি তাঁর বক্তব্যে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও  জেসিএমএস বিভাগের শিক্ষক তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা এবং ফাতেমা-তুজ-জোহরা বক্তব্য উপস্থাপন করেন ও গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতির নানা বিষয়ে আলোকপাত করেন।

没有找到评论


News Card Generator