close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ব্রেভিসের ৪১ বলে দুর্ধর্ষ শতকে টি-টুয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় দঃ আফ্রিকা।....

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।....

১ম ম্যাচে ১৭ রানে হারের পর আজ ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের (উপর্যুপরি) ২য় ম্যাচে দঃ আফ্রিকা আবার মুখোমুখি হয় স্বাগতিকদের। টসে জিতে অসিরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। 

দঃ আফ্রিকার ইনিংসের ৩.৩ ওভারের মাথায় তাদের ১ম উইকেটের পতন ঘটে। আউট হন গত ম্যাচে দলের সর্বোচ্চ স্কোরার; ৭১ রান করা ওপেনার রায়ান রিকেলটন (১৪)। তারপর ৪.৫ ওভারে দলীয় ৪৪ রানে আউট হন (অপর ওপেনার) অধিনায়ক এইডেন মার্করাম ব্যক্তিগত ১৮ রান করে। 

এরপর শুরু হয় মাত্র ২২ বছর বয়সী "বেবী এবি" খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটিং তান্ডব। অসি বোলিং আক্রমণের সামনে তিনি যেন আজ রুদ্রমূর্তি ধারণ করেন! ৪র্থ উইকেটে তিনি ট্রিস্টান স্টাবসকে নিয়ে গড়েন মাত্র ৫৭ বলে ১২৬ রানের অসাধারণ জুটি। আর তার (ব্রেভিসের) মাত্র ৪১ বলে পাওয়ার হিটিং সেঞ্চুরির ইনিংসটি শেষ হয় ৫৬ বলে হার না মানা ১২৫ রানে! তার ইনিংসে ছিল ১২ টি বাউন্ডারি এবং ৮ টি ছয়ের মার। স্টাবস করেন ২২ বলে ৩১ রান ৩ টি চার সহ। আর দঃ আফ্রিকার ইনিংস শেষ হয় নির্ধারিত ২০ ওভারে ২১৮/৭ রানে। অসিদের পক্ষে বেন ডোয়ারশুইস ও গ্লেন ম্যাক্সওয়েল যথাক্রমে ২৪ ও ৪৪ রান দিয়ে ২ টি করে উইকেট নেন। 

জবাবে অস্ট্রেলিয়া তাদের ইনিংসের ১.৬ ওভারের মাথায় ১ম উইকেট হারায় দলীয় ১৬ রানে। ট্রাভিস হেড আউট হন প্রতিপক্ষের সাহসী ক্যাপ্টেন মার্করাম কর্তৃক। মার্করাম মূলত একজন পার্টটাইম বোলার (অফ স্পিনার)। তবুও তিনি ইনিংসের ২য় ওভারেই বল করতে আসেন!

গত ম্যাচের ম্যাচসেরা টিম ডেভিড আজও ৫০ রান করেন মাত্র ২৪ বলে ৪ টি চার ও ৪ টি ছয় সহ। এছাড়া উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ২৬ (১৮) এবং অধিনায়ক মিচেল মার্শ করেন ২২ (১৩) রান। আর অসিদের ইনিংস শেষ হয় ১৭.৪ ওভারে ১৬৫/১০ রানে। সফরকারীদের হয়ে করবিন বোশ ২০ রানে ৩ টি এবং কোয়েনা মাফাকাও ৩ টি উইকেট পান; তবে খরচ করেন ৫৭ রান। ৫৩ রানের জয় পায় প্রোটিয়া বাহিনী। 

২ ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ এ সমতা। আর এ ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচন করতে মনে হয় বিচারকদের দ্বিতীয়বার ভাবতে হয়নি। ডেওয়াল্ড ব্রেভিস; যিনি এখন দঃ আফ্রিকার আন্তর্জাতিক টি-২০ ইতিহাসের ২য় সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান (১ম- ডেভিড মিলার ৩৫ বলে)! ২০২২-এর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রাহক এবং "প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট" ছিলেন এই প্রোটিয়া তরুণ।

没有找到评论