close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Breaking News now

Md Munna avatar   
Md Munna
নুর আলম মোরশেদ ৩নং চর লরেন্স ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত (সাধারণ সম্পাদক)

৩নং চর লরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুর আলম মোরশেদ। তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সততা, নিষ্ঠা ও কর্মীভিত্তিক সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।দলের প্রতি তাঁর অবিচল আস্থার প্রতিফলন হিসেবে তাঁকে সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব প্রদান করা হয়। তার নেতৃত্বে ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুর আলম মোরশেদ বলেন, "দলীয় আদর্শে অবিচল থেকে সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য।

Không có bình luận nào được tìm thấy