close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমীর গোলাম সারওয়ারের ইন্তেকাল, সংগঠনের গভীর শোক..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের নেতৃত্বদানকারী, একনিষ্ঠ ইসলামী আন্দোলনকর্মী ও সাবেক জেলা আমীর সৈয়দ গোলাম সারওয়ার আর নেই। তাঁর মৃত্যুতে জেলা জামায়াতসহ ইসলামী অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছা..

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমীর ও ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী সৈয়দ গোলাম সারওয়ার আর নেই। আজ রোববার (১৬ জুন) ভোররাত ৪টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

মরহুম সৈয়দ গোলাম সারওয়ার ছিলেন নরসিংদী জেলার ঘোড়াদিয়া এলাকার বাসিন্দা এবং মরহুম সৈয়দ শামছুল হক মাস্টারের সুযোগ্য সন্তান। ছাত্রজীবনে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস শুরু করেন এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকালীন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হন এবং ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ছিলেন একজন একনিষ্ঠ সংগঠক, সাহসী নেতা এবং ইসলামী আন্দোলনের আপসহীন সৈনিক। রাজনৈতিক বৈরিতা, দমন-পীড়ন ও কারাবরণসহ বহু প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন নিরলসভাবে। তাঁর অবদান ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের মৃত্যুতে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বর্তমান আমীর মাওলানা মোবারক হোসাইন ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা বলেন—

"মরহুম সৈয়দ গোলাম সারওয়ার ছিলেন একজন আদর্শবান, দূরদর্শী ও সাহসী নেতা। তাঁর ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও অভিভাবককে হারালাম। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি তাঁর স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী গভীরভাবে শোকাহত।"

 

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

“মৃত্যুই জীবনের চূড়ান্ত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ পথে অবিচল থাকার তাওফিক দান করুন।”

No comments found