close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ব্রাহ্মণবাড়িয়ায় ফোরলেন মহাসড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অল্পের জন্য রক্ষা..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
ব্রাহ্মণবাড়িয়ায় ফোরলেন মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে আগুন ও বিস্ফোরণ ঘটে। দ্রুত পদক্ষেপে প্রাণহানি এড়ানো সম্ভব হয়।..

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসারে ফোরলেন মহাসড়কে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ আগুন এবং একাধিক বিস্ফোরণ ঘটে। বুধবার ভোর সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে, যখন ট্রাকটি রাস্তার বেহাল অবস্থার কারণে উল্টে যায়। ফলে মুহূর্তেই গ্যাস সিলিন্ডারগুলোর বিস্ফোরণ শুরু হয়। ঘটনাস্থল ছিল বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে, যা এই বিস্ফোরণের তীব্রতায় আরও বিপদগ্রস্ত হয়।

বিস্ফোরণের ফলে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে পড়ে এবং এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান যে বিকট শব্দ দূরদূরান্ত থেকেও শোনা যায়। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় ধারণকৃত ছবি দেখে দেখা যায় যে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে উঠছে।

দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায়, সকাল সাড়ে ৬টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, 'ট্রাকটি রাস্তার গর্তে পড়ে উল্টে গেলে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আশঙ্কার মধ্যে থেকে আগুন নিয়ন্ত্রণে আনে।'

দীর্ঘদিন ধরে আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন মহাসড়কের কাজ চলমান থাকায় বিরাসার এলাকা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কের বেহাল অবস্থার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরণে অনেকেই আতঙ্কে পড়ে। তবে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।'

বিশ্লেষক ও স্থানীয় বাসিন্দারা বলছেন, মহাসড়কের চলমান কাজের ধীরগতি ও নিরাপত্তার অভাব এরকম ভয়াবহ দুর্ঘটনার অন্যতম কারণ। গ্যাস, কেমিক্যাল বা অন্যান্য ঝুঁকিপূর্ণ দ্রব্য পরিবহনকারী যানবাহনের জন্য নিরাপদ বিকল্প রুট ও পূর্ব সতর্কতা ছাড়া এভাবে চলাচল করা কখনোই উচিত নয়।

সরকারি মহলের দ্রুত হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার করতে হবে এবং গ্যাস বা অন্যান্য ঝুঁকিপূর্ণ দ্রব্য পরিবহনের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Walang nakitang komento