ব্রাহ্মণবাড়িয়া জেলার কোটি চৌমুহনী বাজারে প্রতি শনিবার চোরাই মোটরসাইকেল এর হাট বসে, উক্ত বাজার ঘুরে দেখা যায় শতকরা ৯৫ টি গাড়ি ইন্ডিয়ান বর্ডার ক্রস এলাকায় যে এটা টানা গাড়ি হিসেবে পরিচিত, প্রচুর ক্রেতা সমাগম থাকায় এই বাজারে চোরাই মোটরসাইকেলের রমরমা ব্যবসা চলছে, বাজারে পাশেই থানা থাকা সত্ত্বেও প্রসেসরের নেই কোন কার্যকরী পদক্ষেপ, নাম প্রকাশে অনিচ্ছুক বাজারে এক কর্মকর্তার সাথে কথা হয় তিনি জানান প্রশাসনকে ম্যানেজ করেই আমাদের এই হাট চালিয়ে যাচ্ছি, বিশ্লেষকরা মনে করেন এখান থেকে কাগজপত্র বিহিন গাড়ি কিনে নানার অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়ছে, তাই এলাকাবাসী দাবি করেছে অতি শীগ্রই এহাট বন্ধ করে দেয়া হোক অথবা অবৈধ কাগজপত্র বিহীন গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হোক এই বাজারে ক্রয় বিক্রয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দাড়িগুলো জব্দ করা হোক,
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
ব্রাহ্মণবাড়িয়ার কোটি চৌমুহনী বাজারে অবৈধ চোরাই মোটরসাইকেল এর হাট প্রশাসনের নেই কোন হস্তক্ষেপ..
没有找到评论



















