close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বৈষম্য বিরোধী মামলার আসামি জাকারিয়া সেনাবাহিনীর হাতে আটক..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামী জাকারিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। 
সোমবার (১ জুলাই)  দুপুরে হবিগঞ্জ শহরতলী থেকে জাকারিয়াকে  আটক করা  হয় বলে নিশ্চিত করা হয়েছে। 
আটক জাকারিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।

চলতি বছরে মার্চ মাসে ঢাকার যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া  ৩৪ নং হত্যা মামলার ১৬৩ নং আসামী জাকারিয়া।এছাড়াও জুলাই অভ্যুত্থানে হত্যা, অর্থ আত্মসাৎ, প্রতারনা ও চেক ডিজঅনার সহ  প্রায় ডজন  খানেক মামলার আসামী।

Không có bình luận nào được tìm thấy