প্রথমে একটু হিন্ট দেওয়া যাক, সে একজন বাঁ হাতি ফাস্ট বোলার (অস্ট্রেলিয়ার)! হয়তোবা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। সে আর কেউ না, সে হলেন, মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার গতকাল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে ২ উইকেট নিয়েই নতুন রেকর্ড গড়েছেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট নিয়ে এক বিশেষ রেকর্ডে নাম লেখান স্টার্ক।
ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল মিলিয়ে এটি ছিল স্টার্কের ১১তম উইকেট। পিছনে ফেলেছেন ভারতের মোহাম্মদ শামিকে। শামির ছিলো ১০ টি উইকেট। কাল দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই এইডেন মার্করামকে বোল্ড করে শামির সমান (১০ উইকেট) ছুঁয়ে ফেলেছিলেন ৩৫ বছর বয়সী এই পেসার।
স্টার্কের চলতি ফাইনালটি ক্যারিয়ারের পঞ্চম ফাইনাল। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল তার ক্যারিয়ারের প্রথম ফাইনাল। মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে পঞ্চম বিশ্বকাপ এনে দিতে ভূমিকা রেখেছিলেন স্টার্ক। তারপর ২০২১ টি টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নসশীপ ফাইনাল, ২০২৩ বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। বর্তমানে তিনি খেলছেন আরো একবার টেস্ট চ্যাম্পিয়নসশীপ ২০২৫ ফাইনাল